মসজিদ ম্যানেজার এপ আপডেট ৪১.০.১
মসজিদ ম্যানেজার অ্যাপে অনেকগুলি নতুন ফিচার যুক্ত হয়েছে। নতুন ফিচারগুলো ব্যবহার করে আপনি মসজিদ ম্যানেজার অ্যাপস থেকে আরো অনেক বেশি সুবিধা পারবেন। নতুন ফিচার গুলি সুবিধা সম্পর্কে জানতে নিচের লখা গুলো পড়ুন।
ইমেইল ইউজার ঃ এখন থেকে মসজিদ ম্যানেজার অ্যাপ ইউজ করার জন্য ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন। ইমেইল আইডির সাথে পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার একাউন্ট নিরাপদ রাখতে পারবেন। সাইন আপ করার পর ব্যবহারকারীর যে ইমেইল আইডিটি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ ব্যবহার করা শুরু করতে পারবেন ।
সুপার এডমিন নতুন ইউজার তৈরি করা ঃ
এখন থেকে সুপার এডমিন নতুন ইউজার তৈরি করতে পারবেন। সুপার এডমিন নতুন ইউজার তৈরি করার সময়, কোন ধরনের ইউজার তৈরি করবে সেটা নিধারন করে দিতে পারবেন। যেমন সাধারণ ইউজার, শুধুমাত্র অ্যাপের ভিতর সমস্ত ফিচার দেখতে পারবে হিসাব নিকাশ দেখতে পারবে। চাঁদা কালেক্টর শুধু মাত্র সামাজিক চাঁদা সংগ্রহ করে জমা দিতে পারবেন। এবং এডমিন হিসেবে নতুন এডমিন যুক্ত করতে পারবেন। এডমিন অ্যাপের ভিতরে মোটামুটি কিছু কাজ বাদে সমস্ত কাজ করতে পারবে।
বাষিক ব্যালেন্স শীট তৈরী করার সুবিধা ঃ তারিখ টু তারিখ ব্যালেন্স সিট, মাসিক ব্যালেন্স শিট তৈরি করার মত এখন তৈরি করতে পারবেন বার্ষিক ব্যালেন্স সিট। বিগত বছরের উদ্বৃত্ত ও ঘাটতি নিয়ে বর্তমান বার্ষিক ব্যালেন্সটি তৈরি এবং রিপোর্ট সালে কোন খাতে কত আয় কোন খাতে কত ব্যয় এবং সর্বশেষ কত টাকা উদ্বৃত্ত অথবা ঘাটতি হল তা দেখানো হয়েছে। পূর্বের বছরের ঘাটতি অথবা উদ্বৃত্ত বর্তমান বছরের ঘাটতি অথবা উদ্বৃত্ত সমন্বয় করে রিপোর্টিং সালের সর্বশেষ ব্যালেন্স দেখানো হয়েছে। মোট স্থিতির সাথে রিপোর্টিং বছরের ব্যাংক ব্যালেন্স যোগ করে সর্বমোট স্থিতির পরিমান দেখাতে পারবেন।
ক্যাশ বুক থেকে ভাউচার তৈরীঃ মসজিদ ম্যানেজার ভার্সন ৪১ এ জমা খরচের ভাউচর প্রিন্ট দেওয়ার অফশন যুক্ত করা হয়েছে। এজন্য ক্যাশবুক ওপেন করে থ্রি ডট টেপ করাল সাথে সাথে একটি পপ আপ মেনু ওপেন হবে। পপ আপ মেনু থেকে পিডিএফ ভাউচার এ ক্লিক করলেই নিদিষ্ট হিসাবে ভাউচার কপি তৈরি হবে।
সামাজিক চাঁদার পিডিএফ রিপোট তৈরী করার সুবিধাঃ এখন থেকে সামাজিক চাঁদার মাসিক উত্তোলন রিপোর্টে পিডিএফ ডকুমেন্ট জেনারেট করার সুবিধা যুক্ত হয়েছে। এই ডকুমেন্টে কোন এডমিনের কাছে কত টাকা জমা হয়েছে এবং কোন কোন দাতা কোন তারিখ কত টাকা জমা দিয়েছেন বিস্তারিত এখানে দেখা যাবে।
সামাজিক চাঁদার স্টেটমেন্ট আপডেট করা হয়েছে।
ক্যাশ বুকের ব্যালেন্স শীট আপডেট করা হয়েছে।
পরিচালনা কমিটি তালিকা নিজেদের মত সিরিয়াল করা যাবে।