সামাজিক চাঁদা কালেকশনের খাতা তৈরি করা

 

খাতা তৈরি কর জন্য স্পাইরাল বাইন্ডিং করে আপনি রেজিস্টার খাতা হিসেবে ইউজ করতে পারেন।

এটা করার জন্য মসজিদ ম্যানেজার অ্যাপের সাইটবার মেনু থেকে সামাজিক আদালতা মিনুতে ট্যাপ করুন। এখানে একদম নিচে দেখুন চাঁদার খাতা প্রিন্ট করুন নামে  একটা অপশন আছে এখানে ক্লিক করুন।এখানে একটিভ সদস্য অথবা সকল সদস্যের নামসহ  খাতা তৈরি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী অর্থাৎ এখানে যে নাম গুলো লিস্টে দেখাচ্ছে সে নামগুলি পিডিএফ ডকুমেন্টে যাবে। বাটনেক্লিক করার সাথে সাথে একটা পিডিএফ ফাইল  জেনারেট হবে।

এই পিডিএফ ফাইলটা বাইন্ডিং করে আপনার মসজিদের সামাজিক চাঁদার রেজিস্টার খাতা হিসাবে ব্যবহার করতে পারেন।

আর এখানে যে অপশনগুলো দেখছেন দেখুন এখানে উপরের সামাজিক চাঁদা  তালিকা ২০২৪-৯  ব্যবহার করতে পারবেন।

আর এখানে নিচে দেখুন সদস্য আইডি নাম, বাৎসরিক অথবা মাসিক চাঁদার নির্ধারিত পরিমাণ, দেয়া আছে।

 আর বকেয়ার কলামে প্রত্যেকের বকেয়ার পরিমাণ দেওয়া আছে।  তারপর জানুয়ারি থেকে  ডিসেম্বর মাসের প্রত্যেকটা ঘর আছে, যে মাসে যার কাছ থেকে যত টাকা কালেকশন করা হয়েছে সেটা লেখা যাবে এবং ডিসেম্বরের পরে প্রত্যেকের মোট কত টাকা প্রদান করছে সেটাও এখানে মোট করে লেখা যাবে




আর আর খাতার একদম নিচের দিকে দেখুন কোন মাসে কত টাকা উত্তোলন করা হয়েছে এটা টোটাল যোগফলটি এখানে লেখার ব্যবস্থা আছে। 

এবং আরো কিছু অতিরিক্ত খালিঘর দেওয়া আছে এটা বছরের বিভিন্ন সময় নতুন কোন নাম লেখার  প্রয়োজন হলে লেখা যাবে।

মসজিদ ম্যানেজার অ্যাপস এর ফিচার সম্পর্কে জানতে আমাদের  ব্লগে এবং ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন।

 বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী  সংগঠন পরিচালনা করার জন্য আমাদের কম্পিউটার এবং মোবাইল  সফটওয়্যার খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। বিস্তারিত ফিচার সম্পর্কে জানতে আগ্রহী সংগঠনের পরিচালক এবং সদস্যরা আমাদের সাথে যোগাযোগ  পারেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Previous Post
No Comment
Add Comment
comment url