আমার স্কুল মোবাইল এবং ওয়েব এপ | My School Mobile and Web apps
শিক্ষায় ব্যবস্থায় দিনে দিনে প্রযুক্তি ব্যবহার বেড়ে চলছে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যোগাযোগ রক্ষা করা খুবই জরুরী একটি বিষয়। এবিএম সফটওয়ার শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখার জন্যই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার তৈরি করে দিনে দিনে স্কুল ও শিক্ষার্থীদের প্রয়োজন কে সামনে রেখে প্রয়োজনী আপডেট করে যাচ্ছে । আমার স্কুল মোবাইল এপটি সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য যাদের স্কুলে এবিএম সফটওয়ারের, স্কুল ম্যানেজার সফটওয়ার ব্যবহার করে থাকেন।
এই সফটওয়ারে যে সকল সুবিধা পাওয়া যাবে ।
১. বিদ্যালয়ের নোটিস গুলো নিউজ হেডলাইনের মত তাৎক্ষণিক পড়া যাবে।
২. স্কুলে সেরা ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্ত তথ্য স্লাইড সো দেখা যাবে।
৩. ছাত্র-ছাত্রীদের পরিসংক্ষান দেখা যাবে।
৪. স্কুলে ভর্তির আবেদন করা যাবে।
৫. ভর্তির আবেদন অপডেট করা যাবে ।এর অবস্থা
৬. ভর্তির আবেদন এর স্ট্যাটাস দেখা যাবে , নোটিফিকেশন পাওয়া যাবে।
৭. স্কুলের যাবতীয় ফি,বেতন, অন্যন্য পাওনা বকেয়ার পরিমান দেখা যাবে।
৮. স্কুলের যাবতীয় ফি,বেতন, অন্যন্য পাওনা বিকাশ, নগদ ইত্যাদি মাধ্যমে পরিশোধ করা যাবে (স্কুল কর্তৃপক্ষ উপর নির্ভরশীল)।
৯. সকল ফি পরিশোধের বিস্তারিত স্টেটমেন্ট দেখা যাবে।
১০. ছাত্র-ছাত্রীদের ক্লাস রুটিন দেখা যাবে।
১১. ছাত্র-ছাত্রীদের পরিক্ষার রুটিন দেখা যাবে।
১২. প্রতিদিনের বাসার পড়া /হোমওয়ার্ক দেখা যাবে (সুডেন্ট ডাইরী)।
১৩. ছুটির আবেদন করা যাবে।
১৪. পরিক্ষার ফলাফল দেখা ।
১৫. মার্কশীট ডাওনলোড করা যাবে।
১৬. পাবলিক পরিক্ষার রেজাল্ট দেখা।
১৭. বিদ্যায়ের রেকর্ডে ছাত্র-ছাত্রীদের তথ্য ভুল থাকলে দেখা যাবে।
১৮. ছাত্র-ছাত্রীদের তথ্য আপডেট করা যাবে।
১৯. নোটিফিকেশন সেবা পাওয়া যাবে।
২০. বাংলা ও ইংরেজি ভাষায় ইউজার ইন্টাফেস ব্যবহার করা যাবে।
২১. আরও অনেক সেবা যুক্ত হবে।
আপনার বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি সেবা চালু করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ইমেইল ও আমাদের ওয়েব সাইট ও ফেসবুকে মাধ্যমে ।