মসজিদ ম্যানেজার অ্যাপে এসএমএস সার্ভিস চালু করার নিয়ম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে মসজিদ ম্যানেজার অ্যাপসে কিভাবে এসএমএস সার্ভিস চালু করবেন সেটা দেখাবো। এসএমএসসার্ভিস চালু করার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে।
প্রথম কাজ হচ্ছে : এসএমএস প্যাকেজ মেনু থেকে এসএমএস বান্ডেল ক্রয় করা।
দ্বিতীয় কাজ হচ্ছে, অ্যাপসের সেটিং থেকে এসএমএস সার্ভিস অন করা।
এসএমএস প্যাকেজ মেনু থেকে আপনার পছন্দমত যেকোন একটা প্যাকেজ ক্রয় করতে হবে। এসএমএস বান্ডেল প্যাকেজ এর মূল্য আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
এসএমএস প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার পর এখন এপসের সেটিংয়ে যান। এখানে সার্ভিস সমূহ, থেকে এসএমএস সার্ভিস অন করে দিতে হবে।
আপনার পেমেন্ট পরিশোধ হয়ে গেলে, পরিচিতি পেজে কি আপনার এসএমএস এর ব্যালেন্স এবং মেয়াদ দেখতে পারবেন।
এখন আপনি মসজিদ কমিটির কাছে, সামাজিক চাদা দাতাদের কাছে এবং মক্তবের ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে এসএমএস পাঠাতে পারবেন। আপনি বাংলা এবং ইংলিশ এসএমএস লিখতে পারবেন। এসএমএস লিখার সময় কত জনের কাছে এসএমএস পাঠাচ্ছেন একটা সংখ্যা নিচে দেখাবে। যে কত জনের মোবাইল নাম্বার সঠিকভাবে দেয়া আছে, শুধু তাদের সংখ্যা নিচে দেখাবে।
যাদের কাছে এসএমএস পাঠাতে পারবেন।
১ মসজিদ কমিটির কাছে।
২ সামাজিক চাঁদা দাতাদের কাছে।
৩ চাঁদা কালেকশনের সময় অটো এসএমএস চলে যাবে।
৪ মক্তবের ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে।
৫ মক্তবের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি এসএমএস।
৬ মক্তবের ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতির এসএমএস।
৭ পরীক্ষার রেজাল্ট এসএমএস পাঠাতে পারবেন।
আপনাদের প্রয়োজন অনুযায়ী এসএমএস নতুন নতুন অফশন চালু করা যাবে। আপনারা এই ব্লগে আপনাদের মতামত কমেন্ট করে জানালে সবাই উপকৃত হবে।