মসজিদ ম্যানেজার অ্যাপস ব্যবহার করার নিয়ম

প্লেস্টোর ইন্সটলঃ  মসজিদ  ম্যানেজার অ্যাপসটি ব্যবহার করার জন্যে, প্রথমে মসজিদ ম্যানেজার অ্যাপসটি প্লে স্টোরে সার্চ করতে হবে বাংলা অথবা ইংলিশে সার্চ করুন মসজিদ ম্যানেজার অথবা Mosjid Manager, Masjid Manager. অথবা মসজিদ  ম্যানেজার লেখায় ক্লিক করুন, মসজিদের এই লোগো চিহ্নিত অ্যাপসটা  ইনস্টল করুন। 




মসজিদ  ম্যানেজার অ্যাপসে সাইন আপ, সাইন ইনঃ মসজিদ ম্যানেজার অ্যাপসে কয়েক মাধ্যমে  লগইন করা যায়, এর মধ্যে গুগল একাউন্ট এর মাধ্যমে লগইন, ফেসবুক একাউন্টের মাধ্যমে লগিন  এবং মোবাইল ফোন নাম্বার দিয়ে ওটিপি এবং ইমেইলের মাধ্যমে সাইন আপ, সাইন ইন করা যায়।


মসজিদের রেজিস্ট্রেশন ঃ মসজিদের রেজিস্ট্রেশনের জন্য আপনার তথ্য দিন এই স্কিনে, মসজিদ আইডির জন্য এখানে ক্লিক করুন, লেখায় ক্লিক করলে, শর্তসমূহ এই স্কিনে নিয়ে যাবে। আপনি নিয়ম-কানুন গুলির শর্তসমূহ ভালোভাবে পড়ুন এবং বুঝে নিন। এই লেখাগুলোর ভিতরে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আপনার এই শর্ত সময় পছন্দ হয় তাহলে শর্ত সময়ে আমি রাজি এই বাটনে ক্লিক করবেন। শর্ত সময়ে আমি রাজি এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে মসজিদের তথ্য দিন  এই স্ক্রিনে নিয়ে যাবে। মসজিদের তথ্য দিন এই স্ক্রিনে আপনার নাম মসজিদের নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা ভালোভাবে প্রদান করুন। তারপর আর্থিক বিবরণীতে আপনার মসজিদের বর্তমান কত টাকা ক্যাশ আছে এই সংখ্যাটি বর্তমান স্থিতি বা ক্যাশের পরিমাণ এই ঘরে লিখুন। এবং যদি ব্যাংক একাউন্ট থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে তা ব্যাংক স্থিতির ঘরে লিখুন।

 তারপর সামাজিক চাঁদার ধরন এই অংশে আপনার মসজিদ মহল্লার মুসল্লি বা পরিবার গুলোর থেকে যদি প্রতি মাসিক/বাষিক ভিত্তিতে নিধারন করা সামাজিক চাঁদা দেয় তাহলে এখানে মাসিক/বাষিক  নির্ধারণ করে দিন । সামাজিক চাঁদা না কালেকশন করে থাকেন তাহলে এটা নেই নির্ধারণ করে দেন।

তারপর  নিচের রেজিস্টার বাটন চেপে মসজিদের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।





পে রেজিস্ট্রেশন ফি ঃ মসজিদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর পে রেজিস্ট্রেশন ফি এই স্কিনে নিয়ে আসবে। রেজিস্ট্রেশন ফি এই স্কিনে আপনি কোন তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন অথবা মসজিদ ম্যানেজার সাপোর্ট টিমের সাহায্য নিয়ে আপডেট করে নিতে পারবেন। 

সর্বশেষ আপনি বিকাশ বাটনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে পারবেন। বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন কি পরিশোধ সম্পন্ন হলে সাথে সাথে একটা নোটিফিকেশন দেখবেন।  তারপর আপনি এপটি ক্লোজ করে দিয়ে পূনরায় চালু করলে এপটির ডেসবোট স্কিনে নিয়ে যাবে। এখন এপ ব্যবহার করার জন্য রেড়ি। 





     যেকোন সাপোট পাওয়ার জন্য এপে নিচে হোয়াটএপবাটনে চাপ দিন।  








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url