একতা সংগঠন ম্যানেজার অ্যাপে রেজিস্ট্রেশন করার নিয়ম

 একথা সংগঠন ম্যানেজারের ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ ইন্সটল করে আপনার  এক্টিভ ইমেল আইডি অর্থাৎ যে ইমেল আইডিটি আপনার মোবাইলে ব্যবহার করতেছেন প্লে স্টোরে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহার করেন যে কোন ইমেইলের জন্য ব্যবহার করেন অর্থাৎ আপনার ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তনের সময় এই ইমেইল আইডিতে পাসওয়ার্ড পরিবর্তন এর পিন পাঠানো হবে। 

সাইন আপ করার জন্য আপনার অ্যাকাউন্ট নেই,  সাইন আপ করুন এই লেখায় আপনি ক্লিক করুন।  

তারপর যে ফরমটি আসবে সেখানে  আপননি তথ্য গুলো দিন । যেহেতু আপনি সুপার এডমিন হিসেবে নতুন একটা সংগঠন জন্য রেজিস্ট্রেশন শুরু করতে যাচ্ছেন আপনার সংগঠনের কোন আইডি নেই। যেহেতু রেজিস্ট্রেশন হয়নি সেক্ষেত্রে এই সংগঠনের আইডি এটা খালি রাখুন। সাইন আপ বাটনের চাপ দেওয়ার পর সাথে সাথে আপনার একটি ইউজার আইডি তৈরি হবে। এবং আপনি যে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করেছেন সেখানে একটা কনফার্মেশন মেইল চলে যাবে।

সাইন আপ করার পূর্বে অ্যাপ ব্যবহারের নীতিমালা গুলো নিজ দায়িত্বে পড়ে নিবেন




সাইন আপ সফল হওয়ার পরে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। লগইন বা সাইন ইন করার পর আপনার কাছে সংগটন রেজিস্ট্রেশনের একটা ফর্ম আসবে। রেজিস্ট্রেশনের ফর্মে  সংগঠনের তথ্যগুলো সুন্দর ও সঠিকভাবে লিখুন। সংগঠনের নাম যোগাযোগ নাম্বার ঠিকানা লিখুন। তারপর নিচে সদস্যদের চাঁদা মাসিক না বাষিক এটা নির্বাচন  করে দিবেন আপনাদের সংগঠনের নিয়ম অনুসারে। তারপর সংগঠনের সকল সদস্যের চাদা যদি সবার সমান হয় তাহলে টাকার পরিমাণটি সদস্যদের চাঁদা ঘরে লিখে দিবেন।অথবা ০ লিখুন।

বর্তমান ক্যাশ ঘরে সংগঠনের কত টাকা বর্তমান ক্যাশ আছে তা লিখুন।  সংগঠনের যদি ব্যাংক একাউন্ট থাকে এবং ওই ব্যাংক একাউন্টে কত টাকা জমা আছে এই টাকার পরিমাণ লিখুন।

তার নিচের Apply Now বাটন চেপে রেজিষ্টেশন সম্পন করুন। রেজিস্ট্রেশন সফলভাবে হওয়ার পর রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন করার জন্য রেজিস্ট্রেশন ফ্রি প্রদান স্কিনে নিয়ে আসবে। এখানে আপনার দেওয়ার তথ্যগুলি সামারি দেখাবে। এই তথ্য গুলির ভিতর যদি কোন তথ্য আপনি ভুল দিয়ে থাকেন তাহলে একতা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য আপডেট করে নিতে পারবেন পরবর্তীতে। তারপর নিচের বিকাশ বাটন চেপে রেজিস্ট্রেশন ফি প্রদান করুন।

রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করার সাথে সাথে অটোমেটিক ভাবে আপনার সংগঠনের রেজিস্ট্রেশন একটিভ হয়ে যাবে। এবং সংগঠনের ইমেইল কনফার্মেশন ইমেইল এবং ইনভয়েস পেয়ে যাবেন।

সংগঠনের মেইলে যে রেজিস্ট্রেশন কনফারমেশন ইমেইলটি যাবে ওখানে সংগঠনের আইডি থাকবে। আপনার সংগঠনের অন্য ইউজাররা অ্যাপটি ব্যবহার করার জন্য তাদেরকে সংগঠন আইডিটা জানিয়ে দিবেন নতুন ইউজার হিসেনে সাইন আপ করার জন্য। যেকোনো সমস্যা হলে নিচে হোয়াটসঅ্যাপ বাটন চেপে একতা সাপোর্ট টিমের, সাপোর্ট নিতে পারবেন ।






Previous Post
No Comment
Add Comment
comment url